রাস্তায় ছড়িয়ে হাজার হাজার টাটকা মাছ, ভিড়় জমে গেল এলাকায়
রাস্তা ভর্তি ছড়িয়ে-ছিটিয়ে বড় বড় টাটকা মাছ। পুরো এলাকায় আঁশটে গন্ধ। সকালবেলা রাস্তায় এমন দৃশ্য দেখেই চক্ষু ছানাবড়া হয়ে যায় পথচারীদের। কানপুরের কালপি রোডের রাস্তায় এত মাছ রাস্তায় কোথা থেকে এল! তবে কী গল্পকথার মতো মাছের বৃষ্টি হল? একটু খোঁজখবর নিতেই অবশ্য আসল সত্যিটা জানা গেল।
মঙ্গলবার ভোররাতে মাছ বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময়ে হঠাত্ই নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তাতেই উল্টে যায় মাছ বোঝাই ট্রাক। আর তার ফলেই ট্রাক থেকে ছিটকে রাস্তায় ছড়িয়ে পড়ে হাজার হাজার মাছ।
জানা গিয়েছে, স্থানীয় মাছের ভেড়ি থেকে বাজারে যাচ্ছিল মাছ-বোঝাই ট্রাকটি। সেই সময়েই মাঝপথে ঘটে এই দুর্ঘটনা।
এদিকে সকালবেলায় এমন দৃশ্য দেখে প্রথমে বেজায় ঘাবড়ে যান স্থানীয়রা। সম্বিত ফিরতেই অবশ্য বাড়ি থেকে রীতিমতো থলে এনে মাছ কুড়িয়ে নিতে শুরু করে দেন তাঁরা। সকালবেলায় রাস্তা দিয়ে বাজার যাওয়ার সময়ে অনেকে থলি নিয়ে সেখানেই বসে পড়েন। ভিড় জমে যায় রাস্তায়। অনেককেই থলি-ভর্তি মাছ নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন। ট্রাক মালিককে অবিলম্বে রাস্তা পরিস্কার করে দিতে নির্দেশ দেওয়া হয়।