Tsunami: ধেয়ে আসছে সুনামি... জানা যাবে কয়েক সেকেন্ডেই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্রে ভূমিকম্প ও সুনামি আগাম জানিয়ে দেবে দেশীয় সিস্টেম-ই।
সংক্ষেপে নাম সিনপস (SYNOPS) সিস্টেম। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস এই সিস্টেম তৈরি করেছে।
যার পুরো নাম সিনারজিসটিক ওশান অবজারভেশন প্রেডিকশন সার্ভিস। দেশের মধ্যে প্রথম এই ব্যবস্থা।
পৃথিবীর সব মহাসাগরের গভীরে কী ঘটছে, তা এখন জানা যাবে মিনিটের মধ্যে। সম্ভাব্য ভূমিকম্প ও সুনামির ইঙ্গিত দেবে এক ঘণ্টা আগে থেকেই।
এই ব্যবস্থার মাধ্যমে ঝড় ও ঘূর্ণিঝড়ের তথ্য ৩-৪ দিন আগে থেকেই পাওয়া যাবে। জেলেদেরও বলে দেবে কোন দিকে সবচেয়ে বেশি মাছ থাকতে পারে।
সম্পূর্ণরূপে উন্নত সেনসরের উপর নির্ভরশীল এই ব্যবস্থা। সমুদ্রের অভ্যন্তরে যে কোনও পরিবর্তন এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সনাক্ত করা যাবে।