সুনামিতে লন্ডভন্ড ইন্দোনেশিয়া, দেখুন সেই সব ছবি
সুনামিতে লন্ডভন্ড ইন্দোনেশিয়া। খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
ভূমিকম্প আর ভয়ানক জলের স্রোতে মৃত্যু হয়েছে ৩৮৪জনের। আহত সাড়ে পাঁচশোরও বেশি। ধ্বসস্তূপে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি।
রাস্তায় পরপর মৃতদেহের সারি। ইন্দোনেশিয়ার পালু, ডোনগ্গালা শহরের এখনকার ছবি দেখে কে বলবে, কয়েক ঘণ্টা আগে এখানেই উত্সব চলছিল!
কম্পনের মাত্রা ৭.৫। শুক্রবার রাতে বিচ ফেস্টের জন্য তৈরি হচ্ছিল পালু। তখনই ভয়ঙ্কর ভূমিকম্প। কম্পনের উত্স্থল ছিল মধ্য সুলাওয়েসি।
এর পরেই ধেয়ে এল ভয়ানক সুনামি। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার সৈকত শহরগুলি। যে টুকু বাকি ছিল, সেটা করে করে দিল শনিবারের আফটার শক।
সাগরের ভয়ঙ্কর ঢেউ থেকে বাঁচতে কেউ গাছে চড়ে বসেছেন। কেউ আবার উদ্ভ্রান্তের মত ছুটে ছেন রাস্তা ধরে। সৈকতে যে দিকে চোখ যাচ্ছে শুধুই লাশের সারি।
ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, বিমানবন্দর।
শুক্রবার ভূমিকম্পের পরেই জারি হয় সুনামি সতর্কতা। কিন্তু একঘণ্টার মধ্যেই তা তুলে নেওয়া হয়। আবহাওয়াদফতরের এই ভূমিকায় প্রশ্ন উঠেছে।
গতমাসে লম্বকের ভূমিকম্পে কমপক্ষে ৪৬০ জনের মৃত্যু হয়। তারপর এই ঘটনা। বিপর্যয় যেন পিছু ছাড়ছেনা ইন্দোনেশিয়াকে।