Tulsi Chakraborty: `সাড়ে চুয়াত্তর` থেকে `পথের পাঁচালী` হয়ে `পরশপাথর`-- এক আশ্চর্য রুপোলি জার্নি

Soumitra Sen Thu, 03 Mar 2022-7:54 pm,

১৮৯৯ সালের ৩ মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম। ১৯৪০ এবং ১৯৫০ এবং ১৯৬০-- এই তিন দশকের বাংলা সিনেমা জুড়ে তাঁর অভিনয়শৈলীর অনন্য ছাপ। মূলত কমিক ভূমিকায় খ্যাতি লাভ করেছিলেন। তবে সব ধরনের ভূমিকাতেই তিনি আশ্চর্য বাস্তবোচিত অভিনয় করতেন। সত্যজিৎ রায় পরিচালিত 'পরশ পাথর' চলচ্চিত্রে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র।

তুলসী চক্রবর্তী গোয়ারি নামের এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ভারতীয় রেলের কর্মী ছিলেন। তরুণ তুলসী চক্রবর্তীকে কলকাতায় তাঁর কাকার কাছে কিছুকাল ছিলেন। তাঁর কাকা স্টার থিয়েটার-এর একজন বিশিষ্ট বাদক ছিলেন। তাঁরই যোগসূত্রে তুলসী চক্রবর্তীর অভিনয় জগতে পা রাখা। কোনও রকম মেক-আপ বা অতিরিক্ত কিছু ব্যবহার না করে অধিকাংশ সময়েই কাঁধে উপবীত ও পরনে স্রেফ একটি ধুতি পরেই তিনি যা অভিনয় করে গিয়েছেন, আজও তা দেখে চমকে ওঠেন মানুষ।

সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর প্রথম কাজ 'পথের পাঁচালী'। সেখানে প্রসন্ন গুরুমহাশয়ের চরিত্রে তাঁর দারুণ বাস্তবোচিত অভিনয় বহুদিন মনে থাকে দর্শকের। তার পরে 'পরশ পাথর'।

বহুদিন থেকে অভিনয় করলেও 'সাড়ে চুয়াত্তর' ছবিটিই তাঁর অভিনয় জীবনের এক মাইলস্টোন। ছবিটি নানা কারণে স্মরণীয়। এই ছবিতেই প্রথম উত্তম-সুচিত্রা জুটি, এই ছবিতেই ভানু ব্যানার্জীর অসাধারণ অভিনয়, স্মরণীয় অভিনয় মলিনাদেবীরও। কিন্তু তুলসী যেন সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন।  

পরবর্তী সময়ে উত্তম-সুচিত্রা অভিনীত বহু ছবিতে তিনি নানা পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এই ভাবে বাংলাছবির বহু স্মরণীয় ছবিতে তিনি অভিনয় করেছেন। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, চাওয়া-পাওয়া। 

তাঁর অভিনয়ের বিচিত্রদ্যুতি ছড়িয়ে রয়েছে 'সবার উপরে', 'একটি রাত', 'পৃথিবী আমারে চায়', 'অযান্ত্রিক', 'সূর্যতোরণ'-এর মতো আরও আরও অজস্র ছবিতে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link