বিশ্বের সবেচেয়ে বড় বিমানবন্দর চালু হল ইস্তানবুলে
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করল তুরস্ক।
১১৭০ কোটি ডলার খরচ করে বানানো হয়েছে এই বিমানবন্দরটি।
আগামী বছর ফেব্রুয়ারিতেই চালু হবে এই বিমানবন্দরটি।
বিমানবন্দরটির নাম রাখা হয়েছে ইস্তানবুল বিমানবন্দর।
তুরস্কের আতার্তুক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইস্তানবুল বিমানবন্দরটিই হবে দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।
বিমানবন্দরের অভ্যন্তরে ইসলামিক শিল্পকলার বৈচিত্র খুঁজে পাবেন।
যাত্রী সুবিধার্থে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার রয়েছে বিমানবন্দরের সর্বত্র জায়গায়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বছরে ৯ কোটি যাত্রীর পরিবেষা দেবে কৃষ্ণসাগরের তীরে তৈরি এই বিমানবন্দর।