রাত পোহালেই বিয়ে, আইবুড়ো ভাত খেলেন Neel-Trina
রাতটা পার হওয়ার অপেক্ষা, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ৪ হাত এক হবে নীল-তৃণার। পরিণতি পাবে তাঁদের দীর্ঘদিনের প্রেম। তার আগে বুধবার শেষবার আইবুড়ো ভাত খেলেন তারকা দম্পতি।
ভাত, শুক্ত, বিভিন্ন রকমের ভাজা, মাছ, মাংস, দই, পাঁপড়, মিষ্টি, চাটনি আরও কত কী! বিয়ের আগের দিন অর্থাৎ বুধবার জমিয়ে আইবুড়োভাত খেলেন অভিনেতা নীল ভট্টাচার্য।
আইবুড়ো ভাতের পাতে মাছের মুড়োর ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে বিয়ে নিয়ে মজা করতেও ছাড়েননি নীল।
বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাওয়ার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তৃণা সাহা। অভিনেত্রীর আইবুড়ো ভাতের মেনুতেও কম কিছু ছিল না। কাঁসার থালা ভরা খাবারের ছবি পোস্ট করেছেন তৃণা।
রাত পোহালেই বিয়ে, কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তৃণা সাহা। লিখেছেন, আর মাত্র ১টা দিন। লিখেছেন স্বপ্নের থেকে বাস্তব ভালো।
ইতিমধ্যেই সেজে উঠেছে নীল-তৃণার বিয়ের মণ্ডপ।