Ahona Dutta: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, মায়ের সঙ্গে সংঘাত, এবার বিয়ের পিঁড়িতে ‘মিশকা’?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন অহনা দত্ত। সৌজন্যে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তাঁর প্রেম সম্পর্কের দৌলতে তিনি উঠে আসেন খবরের শিরোনামে।
অভিনেত্রীর মায়ের দাবি বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন অহনা। সেই কারণেই মায়ের থেকেও দূরে চলে গেছেন। জানা যাচ্ছে মেকআপ আর্টিস্টকে মন দিয়েছেন অভিনেত্রী।
অহনা জানিয়ে দিয়েছেন যে, তিনি ভালোই আছেন।
এই বিতর্কের মাঝেই বিয়ের ছবি পোস্ট করে পর্দার মিশকা লেখেন, ‘তাহলে কি এবার সত্যি সত্যি?’
ব্যক্তিগত জীবনে নয়, বিয়েটা এবার মিশকার হয়েছে তবলার সঙ্গে। সেখানে অনেকেই লেখেন, ‘ভালোই হয়েছে। এবার সূর্য আর দীপা শান্তিতে থাকবে’।