Anamika Chakraborty | Uday Pratap Singh: জুনের শেষেই আইনি বিয়ে? একসঙ্গে আইবুড়োভাত খেলেন অনামিকা-উদয়...

Soumita Mukherjee Mon, 05 Jun 2023-9:57 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলি দুনিয়ায় জোর গুঞ্জন চলতি মাস অর্থাৎ জুনের শেষেই আইনি বিয়ে সারছেন পর্দার রাতুল-হিয়া।

 

অভিনেতা উদয় প্রতাপ সিংহ ও অনামিকা চক্রবর্তীর প্রেমের কথা সকলেরই জানা। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

 

অভিনেত্রী জানান যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সারবেন তাঁরা।

 

‘রাজযোটক’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনামিকা। তারপর অসংখ্য সিরিয়াল ও সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পান তিনি।

 

২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। তবে মিঠাই ধারাবাহিকে ‘রাতুল’ হিসাবে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

ইনস্টাগ্রামে আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছেন উদয়। ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গেই প্রথম আইবুড়ো ভাত খেলেন দুজনে। মাছ, মাংস, ফল থেকে শুরু করে রয়েছে একাধিক পদ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link