Iman-Nilanjan থেকে Neel-Trina, দেখুন নব-বিবাহিত তারকা দম্পতিদের জামাই ষষ্ঠী
এবছরই শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়েছেন টেলি তারকা ওম সাহানি ও মিমি দত্ত। বিয়ের পর বুধবার প্রথম জামাই ষষ্ঠী খেলেন ওম-মিমি।
জনপ্রিয় টেলি তারকা দম্পতি নীল ভট্টাচার্য-তৃণা সাহারও এবার প্রথম জামাই ষষ্ঠী। ডাব চিংড়ি থেকে ভেটকি পাতুরি, ফ্রায়েড রাইস, মাংস, লুচি মিষ্টি, দই কী না ছিল না নীল-তৃণার জামাই ষষ্ঠীর মেনুতে।
গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমারের মতো এবছর গৌরবের ভাই সৌরভ বন্দ্যোপাধ্যায়েরও এটা প্রথম জামাই জামাই ষষ্ঠী। মাটির থালায় বাঙালিয়ানায় ভরপুর নানান পদ সাজিয়ে জামাইকে খাওয়ালেন সৌরভের শাশুড়িমা অর্থাৎ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের মা।
জামাই ষষ্ঠী উপলক্ষে স্ত্রী সৃজা সেনকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তবে তাঁর জামাই ষষ্ঠীর মেনুতে কী কী ছিল, তা অবশ্য প্রকাশ করেননি অর্জুন।
এবছরই ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছেন গায়িকা ইমন চক্রর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। এবছর প্রথম জামাই ষষ্ঠীতে কবজি ডুবিয়ে খেলেন ইমন-নীলাঞ্জন। মেনুতে বিভিন্ন রকমের ভাজা, পোলাও, মাছের কালিয়া, মাটন কারি, শেষপাতে আমের চাটনী, ফল … কী না ছিল না!
জামাই ষষ্ঠী উপলক্ষে গায়ক অনীক ধর-এর শ্বশুরবাড়িতে ছিল এলাহী আয়োজন। ছবি পোস্ট করে অনীকের ক্যাপশান, 'ভাবছি…আর কতো খাবো !'