TVS NTorq 125: লঞ্চ হল আকর্ষণীয় রেস এডিশন
কম বাজেটেই আধুনিক স্পেসিফিকেশনস ও স্পোর্টি লুকস। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের বাজারে এসেছিল TVS NTorq 125। তার পরেই TVS NTORQ 125 ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 'মোস্ট অ্যাওয়ার্ডেড স্কুটার অফ ইন্ডিয়া' তকমাও পেয়েছে TVS NTORQ 125। বৃহস্পতিবার প্রকাশ্যে এল NTorq-এর নতুন রেড এডিশন।
গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল TVS NTORQ 125. তার পর থেকেই এই স্কুটারের চাহিদা তুঙ্গে। লঞ্চ-এর পর থেকে সারা দেশে তিন-লাখের বেশি TVS NTORQ 125 বিক্রি হয়েছে।
অল্পবয়সীদের কথা মাথায় রেখে TVS NTORQ 125-এর ডিজাইন স্পোর্টি ও আধুনিক রেখেছে সংস্থা। এখনও পর্যন্ত ৭টি রঙে পাওয়া যেত TVS NTORQ 125। ম্যাট ইয়েলো, ম্যাট হোয়াইট, ম্যাট রেড, মেটালিক ব্লু, মেটালিক গ্রে ও মেটালিক রেড ও ম্যাট সিলভার রঙে পাওয়া যায় TVS NTORQ 125। বৃহস্পতিবার NTORQ 125-কে আরও একটি আকর্ষণীয় মাল্টিকালার রেস এডিশন লঞ্চ করল সংস্থা।
কালো ও ধূসরের সঙ্গে উজ্জ্বল লাল রঙের কনট্রাস্ট। সঙ্গে রুচিশীল গ্রাফিক্সের ব্যবহার। থাকছে রেস এডিশন এমব্লেম। আকর্ষণীয় রঙে পাওয়া যাবে লিমিটেড এডিশন TVS NTORQ 125। সঙ্গে থাকছে এলইডি হেডল্যাম্প ও ডিআরএল।
১২৪.৭৯ সিসি-এর রেস এডিশন NTORQ-এর ইঞ্জিনে থাকছে ৯.৪ পিএস ও ১০.৫ এনএম টর্ক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু শহর থেকে অনলাইনে প্রি-বুক করা যাবে TVS NTORQ 125। দাম ৬২,৯৯৫ টাকা(এক্স-শোরুম)।