ঠান্ডা ডুয়ার্সে হঠাৎই উষ্ণদেশের এতগুলি প্রাণী! কেন উট চলেছে মুখটি তুলে...

Soumitra Sen Thu, 23 Feb 2023-4:51 pm,

এদিকে এতদিন ধরে ডুয়ার্সের বাতাবরণে থাকা উটগুলি প্রায় বিবর্ণ। এতগুলি উট রাখার পরে তাদের যে ধরনের খাবার দেওয়া দরকার,তা,পাওয়া যায় না। 

আর উট কী ধরনের খাবার  খায় তা এখানকার মানুষের অজানা। উটগুলির গা থেকে বিভিন্ন রকম বিশ্রী গন্ধও বেরোচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত উটগুলিকে এখান থেকে নিয়ে যাওয়া হোক।

ক্রান্তি ফাঁড়িতে যান মাল মহকুমা পুলিস আধিকারিক রবীন থাপা, মাল থানার আই সি সুজিত লামা। রবিন থাপা বলেন, উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে উটের গতিপ্রকৃতি সম্বন্ধে ততটা ধারণা আমাদের নেই। এখানেই সমস্যা।

প্রতিদিন প্রাণী বিভাগের চিকিৎসকরা এসে দেখে যাচ্ছেন। এক ভেটানিরারি সার্জেন বলেন, এখনও পর্যন্ত গুরুতর কিছু সমস্যা দেখা দেয়নি উটদের মধ্যে। শরীরের কিছু জায়গায় ক্ষত আছে। সেখানে ওষুধ দিয়ে ড্রেসিং করা হচ্ছে। এখন ভাল আছে ওরা।

কিন্তু মুশকিল হচ্ছে উটদের খাবার। তারা কী খায় তা এ অঞ্চলের কারওর তেমন জানা নেই। 

ডুয়ার্সে উটদের লালন-পালনেরও তেমন কোনও ব্যবস্থা নেই। থাকার কথাও তো নয়! 

 

সব চেয়ে বড় কথা হচ্ছে-- পরিবেশ। যে পরিবেশে উট থাকে, ডুয়ার্সে তা নেই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link