কানপুরের কাছে লাইনচ্যুত হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেসের ১২ বগি, আহত কমপক্ষে ১৪

Sat, 20 Apr 2019-9:45 am,

কানপুরের কাছে লাইনচ্যুত হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। শুক্রবার রাত একটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে কানপুরের কাছে রুমা গ্রামে।

ট্রেনের ১২টি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এর মধ্যে উল্টে যায় ৪টি বগি।

এখনও পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ৬ জন রেল কর্মী।

রেলের তরফে এডিজি স্মিতা শর্মা জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি, কেউ গুরুতর আহত নন।

স্মিতা আরও জানান, ঘটনাস্থলে গিয়েছে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল ইউনিট। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে লাইনের ক্ষতি হয়েছে।

কানপুরের জেলাশাসক বিজয় পন্থ সংবাদমাধ্যমে জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। যাত্রীদের কানপুর সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার পর ৪টি হেল্পলাইন খুলেছে রেল। এগুলি হল-০৩৩-২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link