পৃথিবীর বাইরে মহাকাশে নয়া `সৌরজগত`, মিলল বিশাল এক জলের দুনিয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকাশে সৌরজগতের বাইরে আরও এক 'সৌরজগত'! যেখানে মিলল পৃথিবীর মতই দুটি গ্রহ! আর যে গ্রহে মিলল জলের সন্ধান!
নয়া এই 'সৌরজগতে' সূর্যের মতই রয়েছে একটি লাল বেঁটে নক্ষত্র। তাকে কেন্দ্র করেই প্রদক্ষিণ করছে যমজ গ্রহ দুটি।
জলে পরিপূর্ণ নতুন এই 'সৌরজগতের' যমজ গ্রহ দুটি। জ্যোতির্বিজ্ঞানীরা এই দুই যমজ গ্রহের নাম দিয়েছেন কেপলার ১৩৮সি ও কেপলার ১৩৮ডি।
পৃথিবীর মতই এই জোড়া গ্রহেরও বেশিরভাগটাই জল। আর বাকিটা পাথুরে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আকারে এই দুই যমজ গ্রহ পৃথিবীর থেকে প্রায় দেড় গুণ বড়। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের ধরা পড়েছে এই নয়া 'সৌরজগত'।
লায়রা নামে একটি ছায়াপথে অবস্থিত নয়া এই 'সৌরজগত'। মহাকাশের জলের এই নয়া দুনিয়া পৃথিবী থেকে প্রায় ২১৮ আলোকবর্ষ দূরে অবস্থিত।