মাস্কের নয়া নিয়মে মহা ফাঁপড়ে মমতা-যোগী-রাহুল! সবাই এখন `আম আদমি`...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমন কিচ্ছু না, মাত্তর ৬৫৭ টাকা। এ কটা টাকাও মোটে পকেটছাড়া করতে না চাওয়ায় যা হওয়ার, তাই হল। শাহরুখ, অমিতাভ, মেসি, রোনাল্ডো- তাবড় তাবড় সব সেলেবের নামের পাশ থেকে ব্লু টিক উঠে গেল।
টুইটারের আকাশি নীল জগতে আমার আপনার সঙ্গে এই সব ভিআইপিদের আর কোনও তফাতই রইল না। এমনিতে তো মুখ দেখাদেখি বন্ধ। যোগী আদিত্যনাথ যেদিকে যান, তার ধারেকাছে ঘেঁষেন না রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু ইলন মাস্কের কেরামতিতে এবার একই মঞ্চে যোগী আর রাহুল-প্রিয়ঙ্কা।
মাস্কের কল্যাণে তিনজনের নামের পাশ থেকেই টুইটারের ব্লু টিক উঠে গিয়েছে। শুধু কি তাই, ওই একই তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। সমান আতান্তরে পড়েছেন দেশ বিদেশের আরও সব সেলিব্রিটি।
সে অমিতাভ বচ্চনই হোন বা শাহরুখ খান। রাফায়েল নাদাল বা রজার ফেডেরার। বিরাট কোহলি বা রোহিত শর্মা। ওদিকে কিম কার্দাশিয়ান, জাস্টিন বিবার।
নামে দামে যতই ভারী হন, টুইটারের দুনিয়ায় আমার আপনার মত নেহাত সাধারণের সঙ্গে এঁদের আর কোনও পার্থক্য নেই।
ভিভিআইপি মার্কা দেওয়া ব্লু টিক আর কারও কাছে নেই। এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের পাশ থেকে ব্লু টিক হঠে গিয়ে এসেছে নেহাত ম্যাড়মেড়ে একটা ধূসর রঙের টিক।
নোভাক জকোভিচ অবশ্য সাবধানী। তাঁর নামের পাশে নীল টিকি এখনও আগের মতই জ্বলজ্বল করছে।
এতদিন ওই ব্লু টিক ফ্রিতেই পেতে অভ্যস্ত ছিলেন নামী দামী সেলেবকুল। এর ফলে তাঁদের অ্যাকাউন্ট না জাল করা যেত, না ছড়ানো যেত ভুলভাল তথ্য।
কিন্তু ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পরেই জারি হয় নতুন নিয়ম। তা হল, দুনিয়ার কিচ্ছু ফ্রি নয়, ব্লু টিক পেতে হলে তা মাসে মাসে আট ডলার বা ৬৫৭ টাকা ফেলে দস্তুরমত কিনতে হবে।
নইলে ১ এপ্রিল থেকেই হুঁশ করে উড়ে যাবে ব্লু টিক। এখন দেখা যাচ্ছে, সেলেবরা বেশিরভাগই হয় টুইটারের হুঁশিয়ারিতে কান দেননি।
নয় তাঁদের নজরেই পড়েনি এই নয়া নিয়ম। ফলে ৬৫৭ টাকা হাতছাড়া না করায় যা হওয়ার তাই হয়েছে।
টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট তকমা উড়ে গিয়ে তাঁরা আর হরিপদ কেরানি এখন মিলে মিশে এক হয়ে গিয়েছেন।