দু`দিনের ধর্মঘটের পথে ব্যঙ্ক ইউনিয়নগুলি, ভোগান্তি জনতার
দেশজুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘট। ৩০ ও ৩১ মে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।
২ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
এই ধর্মঘটে বন্ধ থাকবে এটিএম-ও।
সূত্রের খবর, এই দু'দিন পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে প্রায় একুশ হাজার এটিএম।
বিগত দুই বছরে জন ধন প্রকল্প, বিমুদ্রাকরণ, মুদ্রা যোজনা, অটল পেনশন যোজনা-সহ একাধিক কাজে ব্যাঙ্ককর্মীদের কাজের চাপ কেয়ক গুণ বেড়েছে বলে দাবি কর্মী সংগঠনগুলির।
দুদিনের এই ব্যাঙ্ক ধর্মঘটে নাকাল হতে চলেছেন অসংখ্য সাধারণ মানুষ।