ভারতীয় ক্রিকেটে আবার ফিক্সিংয়ের কালো ছায়া, গ্রেফতার দুই রনজি ক্রিকেটার
কর্ণাটক প্রিমিয়র লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দুজন রনজি ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিস। সিএম গৌতম ও আবরার কাজির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।
সিএম গৌতম কর্ণাটকের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান। তাঁর সঙ্গে আবরার কাজিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর সিটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।
চলতি মরশুমে কর্ণাটক প্রিমিয়র লিগের ফাইনাল ম্যাচে ফিক্সিং করেছিলেন এই দুজন। দাবি পুলিসের। বেঙ্গালুরুর সিটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গত দুবছর ধরে কর্নাটক প্রিমিয়র লিগে ফিক্সিংয়ের অভিযোগে তদন্তে নেমেছিল।
হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্স কেপিএল ফাইনালে খেলেছিল। বেল্লারির হয়ে খেলেছিলেন গৌতম ও আবরার।
গৌতম এখন গোয়ার হয়ে রনজিতে খেলেন। আবরার কাজি মিজোরামের হয়ে। ৮ নভেম্বর থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে গোয়া ও মিজোরামের হয়ে খেলা কথা ছিল গৌতম ও আবরারের।