বিমান দুর্ঘটনায় মৃত ফুটবলারকে নিয়ে রসিকতা, শাস্তির মুখে সমর্থক
২৮ ডিসেম্বর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা প্রাণ হারান আর্জেন্টিনার ফুটবলার সালা। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সমুদ্রের ২২২ ফুট গভীর থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। শোকে স্তব্ধ হয়ে যায় বিশ্ব ফুটবল।
রেকর্ড চুক্তিতে কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সালা। কিন্তু কার্ডিফের জার্সিতে তাঁর আর খেলা হল না। চুক্তি সই করার পর কার্ডিফ সিটির পথেই রওনা হয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে ইংলিশ চ্যানেলে সালার বিমান দুর্ঘটনার কবলে পড়ে।
সালার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্ব ফুটবলে। কিন্তু আর্জেন্টাইন ফুটবলারের এমন করুণ পরিণতি নিয়েও যে কেউ রসিকতা করতে পারেন, কে ভেবেছিল! এমনই কুরুচিকর কাণ্ড ঘটল ইংলিশ প্রিমিয়র লিগে কার্ডিফ সিটি বনাম সাউদাম্পটন ম্যাচে।
সেন্ট মেরি স্টেডিয়ামে দুজন সাউদাম্পটন সমর্থক সালার মৃত্য়ু নিয়ে রসিকতায় মাতলেন। যা দেখার পর নিন্দার ঝড় উঠেছে চারপাশে।
গ্যালারিতে দাঁড়িয়ে ওই দুই সমর্থক দুই হাত ছড়িয়ে দিলেন। যেন কোনও উড়োজাহাজ মাটিতে নেমে আসার চেষ্টা করছে! বারবার একই রকম অঙ্গভঙ্গি করছিলেন ওই দুজন। পুরো ঘটনাটা ক্যামেরাতে ধরা পড়ে। সালার বিমান দুর্ঘটনা নিয়ে এমন রসিকতা মেনে নিচ্ছে না ফুটবল সমাজ। বিপক্ষ দলকে হেয় করার জন্য কেউ এতটা নিচে নামতে পারেন, ভাবতে পারছেন না কেউ।
কার্ডিফ সিটি ক্লাবের তরফে এমন ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এমনকীস সাউদাম্পটন ক্লাবও ওই দুই সমর্থককে তীব্র ধিক্কার জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুজনের সম্পর্কে যাবতীয় তথ্য পুলিসকে দেওয়া হয়েছে। হাম্পশায়ারের পুলিসকে ক্লাবের পক্ষ থেকে সবরকম সহায়তা করা হবে। এই ধরণের যে কোনও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। উল্লেখ্য, ওই দুই সমর্থককে আটক করেছে পুলিস। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন ম্যাচটা ২-১ ব্যবধানে জিতেছে কার্ডিফ। সালাকা জয় উত্সর্গ করেছে তারা।