Same Sex Marriage: `হাতটা ধরে থাকব সারাজীবন`, কলকাতায় ফের বিবাহ-বন্ধনে আবদ্ধ সমপ্রেমী যুগল
রণয় তেওয়ারি: কলকাতায় ফের সমপ্রেমী বিয়ে! এবার চারহাত এক হল দুই তরুণীর। 'যতদিন বাঁচব বুকে আগলে রাখব মৌসুমীকে', বললেন মৌমিতা।
প্রেম কি শুধু নারী ও পুরুষেই হয়? ভালোবেসে কি ঘর বাঁধতে পারেন না দু'জন পুরুষ কিংবা নারী? বিতর্কের শেষ নেই। এদেশে সমপ্রেমে বিয়ে এখনও আইনত স্বীকৃত নয়। মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদায়, আর একজন চিংড়িঘাটার বাসিন্দা। বিয়ে করলেন মৌমিতা মজুমদার ও মৌসুমী দত্ত।
বরবেশে বিয়ে আসরে হাজির হয়েছিলেন মৌমিতা। আর কনে, মৌসুমী। ভূতনাথ মন্দিরে রীতি মেনে হল সিদুঁরদান, মালাবদল।
মৌসুমীর বিয়ে হয়েছিল আগেও। দুটো মেয়েও রয়েছে তাঁর। কিন্তু দাম্পত্য জীবনে সুখী ছিলেন না তিনি। বর নাকি মারধর করতেন! শেষে ছাড়াছাড়ি হয়ে যায় দু'জনের।
জি ২৪ ঘণ্টা-কে মৌমিতা জানালেন, সোশ্য়াল মিডিয়ার দৌলতেই মৌসুমীর সঙ্গে আলাপ। এরপর নিয়মিত কথাবার্তাও হত তাঁদের। প্রথমে বন্ধুই ছিলেন তাঁরা।
শেষে সেই বন্ধুত্ব বাঁক নেয় অন্যদিকে! মৌসুমীকে প্রপোজ করে মৌমিতা। রাজি হয়ে যান মৌসুমী। বিয়ের পর এখন বাগুইআটিতে একটি বাড়িতে একসঙ্গে থাকছেন তাঁরা।
বাগদার হেলেঞ্চায় বাবা-মা ও দাদা-বউদির সঙ্গে থাকতেন মৌমিতা। কিন্তু এই সম্পর্ক মেনে নেননি তাঁরা। এমনকী, বাড়ির ঢোকাও বারণ কলেজ পড়ুয়া ওই তরুণীরও। তাও প্রেমিকার হাত ছাড়তে নারাজ তিনি। 'আমার হাতটা ধরেই থাকব সারাজীবন',বলছেন মৌসুমীও।