Typhoon Shanshan: প্রবল বাতাস, সমুদ্রে জলের দেওয়াল, মুষলধারে বৃষ্টি, ভূমিধস! ভয়াবহ পরিস্থিতি...

Soumitra Sen Fri, 30 Aug 2024-2:04 pm,

ইতিমধ্যে টাইফুন শানশান এসেও পৌঁছেছে জাপান উপকূলে। 

প্রবল বর্ষা ইতিমধ্য়েই জনজীবন বিধ্বস্ত করে দিয়েছে। সাধারণ মানুষকে এখনই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে।

তবে এখনও অনেকেই নিখোঁজ হয়ে রয়েছেন। বছর-একুশের এক কলেজপড়ুয়া এখনও নিখোঁজ, তিনি বাড়ি ফেরার চেষ্টা করছেন। 

ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর এসেছে। ৭৮ জন আহত। হতাহতের সংখ্যা আরও বাড়বে। 

৭টি প্রিফেকচারের প্রায় ১ লক্ষ ২৫ হাজার পরিবার বিদ্যুৎ-সংযোগ-বিচ্ছিন্ন।

উষ্ণ ও ভিজে হাওয়া এসে আছড়ে পড়ছে মাটিতে। সঙ্গে বিপুল বৃষ্টি। ভয়ংকর পরিস্থিতি উপকূলে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link