ভেস্তে গেল অ্যাপ ক্যাব বৈঠক, প্রতিনিধিই পাঠাল না উবর
সরকারের মধ্যস্ততাতেও অ্যাপ ক্যাব বৈঠকে জট কাটল না।
ওলা কর্তৃপক্ষ এলেও বৈঠকে প্রতিনিধিই পাঠায়নি উবর।
শর্ত মানতে নারাজ ওলা ক্যাব ইউনিয়নও।
২৫ ডিসেম্বর থেকে তিনদিনের ধর্মঘটে যায় অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড।
অ্যাপ ক্যাবের জট খুলতে উদ্যোগ নিয়েছিল সরকার।
পরিবহণ ভবনে বৈঠক ডাকা হয়। তবে সেই বৈঠক নিষ্ফলাই রইল।
বেলা পৌনে তিনটে নাগাদ রুবি মোড়ে অবরোধ করেন ক্যাব চালকরা।
অ্যাপ ক্যাব চালকদের দাবি, যেখানে শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি ১৫ টাকা মিটারে চলছে, সেখানে দাঁড়িয়ে ওলা-উবর চলছে ১০-১২ টাকা মিটারে। তারপরও কোন কারণ ছাড়া মালিকপক্ষ চালকদের বসিয়ে দিচ্ছে।
আরও অভিযোগ, ওলা ও উবর মালিক পক্ষের মদতেই পুলিস তাঁদের ওপর জুলুমবাজি করে।