আগামী সপ্তাহেই ভারতের আকাশে পাবেন উবরের মতো পরিষেবা
ভারতের রাস্তায় ট্র্যাফিক জ্যাম দিন কি ফুরচ্ছে? সে হয়ত সময় বলবে, তবে ভারতের আকাশে এবার উবরের মতো পরিষেবা। মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাবেন বিমানবন্দরে।
স্কাই সাটল সংস্থা গত সপ্তাহ থেকে মুম্বই এবং বেঙ্গালুরুতে নিয়ে আসছে এমনই বিমান পরিষেবা, যেখানে ওলা-উবরের মতো আকাশপথেও চট জলদি যাত্রা করতে পারেন।
মুম্বই এবং বেঙ্গালুরুতে ওই সংস্থা জেট এবং হেলিকপ্টারে মাধ্যমে এই পরিষেবা দেবে। যেমন ধরুন, জুহু বিমানবন্দর থেকে ভাপি এবং তারাপুরের বাণিজ্যিক শহরে পৌঁছ যাবেন মাত্র ১৫ মিনিটেই।
বুকিং অনুযায়ী আসন বাড়বে জেট বিমানগুলিতে। ৬ থেকে ১৪ আসন থাকবে এই সব বিমানে।
মুম্বইয়ে জুহু বিমানবন্দর থেকে ভাপি এবং তারাপুরে এই পরিষেবা পাওয়া যাবে।
জানা গিয়েছে যাত্রী পিছু ভাড়া হতে পারে ১৬ হাজার থেকে ৩৮ হাজার টাকা। হেলিকপ্টারে ভাড়া হবে ৩৫ হাজার টাকা।
বিমানের এই ভাড়া বিষয়ে যাত্রা ডট কমের কর্তা শরত্ ধল বলেন, “এই ক্ষেত্রে বাজার রয়েছে। তবে, বেশি যাত্রীভাড়া সমস্যা হতে পারে। আকর্ষণীয় ভাড়া রাখতে পারলে আগামী দিনে পরিষেবা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।”