Ascent of Mount Rhenock: `পঙ্গুরে লঙ্ঘাও গিরি`! এক পায়ে শৃঙ্গ জয় করে অসাধ্য সাধন উদয়কুমারের...

Soumitra Sen Sat, 13 Apr 2024-6:49 pm,

পাহাড়প্রেমীদের শৃঙ্গ জয় করতে দেখে থাকি হামেশাই। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

এবার এক  অসাধ্য সাধন করল কলকাতার উদয় কুমার। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

ট্রেন দুর্ঘটনায় তার বাঁ পা কাটা পড়েছিল ২০১৫ সালে। কিন্তু তার পরেও কলকাতার একাধিক ম্যারাথনে যোগদান করতে দেখা গিয়েছে ৩৫ বছর বয়সী উদয় কুমারকে। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

জেদ এবং অদম্য ইচ্ছে নিয়ে পশ্চিম সিকিমের মাউন্ট রেনোক (১৬৫০০ ফুট)  শৃঙ্গ জয় করলেন উদয়। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ছিল এই পর্বত অভিযানের দায়িত্বে। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে উদয় কুমার ১৬,৫০০ ফুট উপরে ৭৮০ স্কোয়ার ফুটের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

আগামীতে এরকম আরও কিছু পর্বতশৃঙ্গ জয়ের পরিকল্পনা রয়েছে উদয় কুমারের। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link