Udaynarayanpur Flood: নদীঘাটে এসে সারাদিন কেঁদে ভাসালেন স্থানীয় মানুষ! বন্যা কি ঘরে ফিরতে দেবে না?

Soumitra Sen Thu, 19 Sep 2024-3:22 pm,

বাড়ি থেকে বেরিয়ে ফেরার পথে এইভাবে যে বিপদের মুখে পড়তে হবে সেটা ভাবতেই পারেননি আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চলের মানুষজন। 

ডিভিসি'র ছাড়া জলে আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। মঙ্গলবার রাতেই দামোদরের বাঁধ উপচে প্লাবিত হয় উদয়নারায়ণপুর। ওদিকে সোমবার রাত থেকেই মুণ্ডেশ্বরীর জলে প্লাবিত ছিল দীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া  চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকা। ইতিমধ্যে ৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, সেখানে ১০০০ মানুষকে সরিযে নিয়ে যাওয়া হয়েছে।

দ্বীপাঞ্চলের মানুষজন খবর পেয়েছিলেন দ্বীপাঞ্চলে বন্যাজল ঢুকতে শুরু করেছে। খবর পাওয়ার পরেই তাঁরা বাড়ি ফেরার জন্য তড়িঘড়ি ছুটে আসেন কুলিয়া ঘাটে। 

যদিও সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতীরে বসে থেকেও নদী পার হতে পারেননি তাঁরা। না পেরে অনেকেই আতঙ্কে কেঁদে ফেলেন। বলতে থাকেন, বাড়িঘর সব ভেসে গিয়েছে, বাড়ি পৌঁছে কী দেখব কে জানে!

তবে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, পরিস্থিতি কিছুটা অনুকূল হলেই পারাপারের জন্য লঞ্চ দেওয়া হবে।

এখনও পর্যন্ত বন্যায় আমতা ২ নং ব্লকের ২৩৮০ হেক্টর জমির আমন ধান ও ২০০ হেক্টর জমির সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে  বলে জানান বিধায়ক সুকান্ত পাল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link