চ্যাম্পিয়ন্স লিগ ২০২০: কবে কার খেলা? ভারতীয় সময়ে দেখে নিন শেষ আটের সূচি
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচ শেষ হয়েছে। এবার শুরু কোয়ার্টার-ফাইনালে লড়াই। করোনা পরবর্তী সময়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের বাকি সব ম্যাচ হবে পর্তুগালের লিসবনে এবং কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচ হবে সিঙ্গেল লেগে।
প্রথম কোয়ার্টার ফাইনাল : আতলান্তা বনাম পিএসজি । বুধবার ভারতীয় সময় রাত ১২:৩০ টায় খেলা শুরু হবে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল : লিপজিগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ । বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১২:৩০ টায় খেলা শুরু হবে।
তৃতীয় কোয়ার্টার ফাইনাল : বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ। শুক্রবার ভারতীয় সময় রাত ১২:৩০ টায় শুরু হবে ম্যাচ।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল : ম্যাঞ্চেস্টার সিটি বনাম লিওঁ । শনিবার ভারতীয় সময় রাত ১২:৩০ টায় খেলা শুরু হবে।
চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ ভারতে দেখা যাবে Sony TEN 1, Sony TEN 1 HD, Sony TEN 2 এবং Sony TEN 2 HD চ্যানেলে। ম্যাচ গুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV-এ।