অতিমারিতে কবে শুরু নতুন শিক্ষাবর্ষ? বিশ্ববিদ্যালয়ে ভর্তির নয়া গাইডলাইন প্রকাশ UGC-র

Sat, 17 Jul 2021-1:21 pm,

নিজস্ব প্রতিবেদন: অতিমারির ভয়ঙ্কর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। প্রায় দেড় থেকে দু’বছর ধরে ঘরবন্দি পড়ুয়ারা। অনলাইনেই চলছে পড়াশোনা। বাতিল হয়েছে একর পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ব অভিভাবকরা।

এই পরিস্থিতিতে বিশ্বিদ্যালয়গুলোতে কবে হবে পরীক্ষা? কবে থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ? পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করল University Grants Commission বা UGC।

১৬ তারিখে প্রকাশিত ওই সার্কুলারে সুপ্রিম কোর্টের রায় উদ্ধৃত করেছে কমিশন। যেখানে CBSE, ICSE এবং রাজ্যের বোর্ডগুলোকে ২০২১-এর ৩১ জুলাইয়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট বের করতে বলা হয়েছে।

এরপর পয়লা আগস্ট থেকেই বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। যা শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে। এরপর পয়লা অক্টোবর থেকে শুরু করতে হবে নতুন শিক্ষাবর্ষের পঠনপাঠন। খালি আসনে ভর্তির শেষ সময়সীমা বেধে দেওয়া হয়েছে ৩১ অক্টোবর ২০২১।

UGC-র তরফে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে ফাইনাল ইয়ার বা সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে।  

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া ৩১ অক্টোবরের মধ্যে অ্যাডমিশন বাতিল করলে, কোনও ক্যানসেলেশন ফি নেওয়া যাবে না।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link