যুদ্ধে রক্তাক্ত রাশিয়াও, মৃত একাধিক সেনা-ধ্বংস শতাধিক ট্যাঙ্ক, দাবি ইউক্রেনের

Sat, 26 Feb 2022-6:19 pm,

ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবহ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ। কিভ-সহ আরও বেশ কয়েকটি এলাকা সামরিকভাবে দখল করেছে রাশিয়া এমনটাই দাবি। তবে পিছপা হয়নি ইউক্রেনও। তাঁরা জানিয়েছে যে দুই দেশের এই যুদ্ধে রাশিয়ারও বিপুল সেনা নিহত হয়েছে। 

 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন যে এই যুদ্ধে রাশিয়ার ১৪টি এয়ারক্র্যাফট, আটটি হেলিকপ্টার, ১০২টি ট্যাঙ্ক এবং ৫৩৬টি অস্ত্রভর্তি যান নষ্ট হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি সরকারের প্রধান উপদেষ্টা ম্যখাইলো পোডোলিয়াক ইউক্রেন সংবাদমাধ্যমকে বলেছেন দুই দেশের যুদ্ধে ইউক্রেন সেনারা প্রায় ৩৫০০ জন রুশ সেনাকে হত্যা করেছে এবং ২০০ জনকে কারাগারে নিক্ষেপ করেছে।

সহজেই যে নিজের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবেন না, তা আগেই জানিয়েছিলেন জেলেনস্কি। তাই সর্বশক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। 

 

এদিকে একাধিক প্রশাসনিক ভবনের দখল নিয়েছে রুশ সেনা। প্রতিরোধ ভেঙে রাজধানী কিভেও ঢুকে পড়েছে পুতিনের বাহিনী। প্রেসিডেন্টের অফিস সহ একাধিক এলাকা, আকাশপথ, সড়কপথে বোমা নিক্ষেপ করে চলেছে তাঁরা।

তবে সেনামৃত্যু নিয়ে এখনও রাশিয়ার তরফে সরকারি হিসেব দেওয়া হয়নি। ইউক্রেনের এই দাবি নিয়েও এখনও মুখ খোলেনি পুতিন সরকার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link