লকডাউনে মিলছে না কনট্রাসেপটিভ, গর্ভবতী হতে পারেন ৭০ লাখ মহিলা!
নিজস্ব প্রতিবেদন : লকডাউনে ফলে পৃথিবীতে ৭০ লাখ নতুন শিশু জন্মাতে পারে! এমনটাই বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট।
করোনায় যেখানে সারা পৃথিবী জুড়ে মৃত্যুমিছিল, সেখানে এই রিপোর্ট শুনে চমকে উঠলেন? রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখ, লকডাউনে জেরে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হতে পারেন পৃথিবীর ৭০ লাখ মহিলা।
রিপোর্টে উল্লেখ, লকডাউনের জেরে কনট্রাসেপটিভ-এর সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন বহু মহিলা। অনেকে আবার যৌন নিপীড়নেরও শিকার হচ্ছেন। আর এসবের ফলেই পৃথিবীর ৭০ লাখ মহিলা নিজেদের অজান্তে বা অনিচ্ছায় গর্ভবতী হয়ে পড়তে পারেন।
রাষ্ট্রসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে, মূলত নিম্ন ও মধ্যবিত্ত বাড়ির মহিলারাই এই পরিস্থিতির সম্মুখীন হবেন। প্রসঙ্গত, সারা পৃথিবী জুড়ে ১১৪টি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশে ৪৫০ মিলিয়ন মানে ৪৫ কোটি মহিলা বিভিন্ন ধরনের কনট্রাসেপ্টিভের ব্য়বহার করে থাকেন।
তাই এই লকডাউন পিরিয়ড ৬ মাসের বেশি সময় ধরে চললে, পৃথিবীর ৭০ লাখ মহিলা অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হয়ে পড়তে পারেন বলে মনে করছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, এর আগেই রিপোর্টে প্রকাশ, লকডাউনের জেরে গার্হস্থ্য হিংসার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।