অনুর্ধ্ব ১৯ বিশ্ব একাদশে ঠাঁই পেলেন ৫ ভারতীয়

Sun, 04 Feb 2018-1:46 pm,

শনিবারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 'বয়েজ ইন ব্লু'র পারফরম্যান্সের পর গোটা দেশ অভিনন্দনবার্তা দিয়েছে। হবে না-ই বা কেন! 

গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারতের যুব দল। প্রত্যাশিতভাবেই আইসিসির অনুর্ধ্ব ১৯ বিশ্ব একাদশে আধিপত্য ভারতীয়দের।

অনুর্ধ্ব ১৯ বিশ্ব একাদশ নির্বাচন কমিটিতে রয়েছেন ইয়ান বিশপ, ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া, নিউজিল্যান্ডের জেফ ক্রো, টম মুডি ও সাংবাদিক শশাঙ্ক কিশোর। 

 'এলিট' একাদশে ঠাঁই পেলেন ভারতের ৫ ক্রিকেটার। রয়েছেন ৩ জন ব্যাটসম্যান ও ২ জন  বোলার। তবে অধিনায়ক নির্বাচন নিয়ে তৈরি হয়েছে খটকা।  

বিশ্বকাপে ভারতের অধিনায়ক পৃথ্বী সাউয়ের ব্যাট থেকে এসেছে ২৬১ রান। তাঁর ব্যাটিং স্টাইল মনে করিয়ে দিচ্ছে সচিন তেন্ডুলকরকে। পৃথ্বীর সাউয়ের মধ্যে বিরাটের উত্তরসূরী দেখছেন অনেকেই।     

ফাইনালের মতো স্নায়ুর চাপের ম্যাচেও শতরান করে দলকে জিতিয়েছেন ওপেনার মনজ্যোত কালরা। 

৩৭২ রান করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শুভমান গিল। 

বিশ্বকাপে যুগ্মভাবে সর্বাধিক উইকেটপ্রাপক  অনুকূল রায়। তাঁর ঝুলিতে ১৪টি উইকেট।

বয়স ১৯ পেরানোর আগেই ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারেন কমলেশ নাগরকোটি। 

তবে অধিনায়ক নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রায়নার্ড ভ্যান টন্ডার বিশ্ব একাদশের নেতা হয়েছেন। টুর্নামেন্টে ৩৪৮ করেছেন এই ব্যাটসম্যান।

 পঞ্চম স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই দলের অধিনায়ক কীভাবে নেতৃত্ব দিতে পারেন? কেন ভারতের পৃথ্বী সাউকে নেতা করা হল না? উঠে গিয়েছে প্রশ্ন। 

এক নজরে বিশ্ব একাদশ - পৃথ্বী সাউ (ভারত), মনজ্যোত কালরা (ভারত), শুভমান গিল (ভারত), ফিন অ্যালেন (নিউ জিল্যান্ড), রায়নার্ড ভ্যান টোন্ডার (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), ওয়ানডিল মাকওয়েটু (দক্ষিণ আফ্রিকা, উইকেটকিপার), অনুকূল রায় (ভারত), কমলেশ নাগরকোটি (ভারত), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), কাইস আহমেদ (আফগানিস্তান), শাহিন আফ্রিদি (পাকিস্তান),  দ্বাদশ ব্যক্তি: অলিক আথানাজে 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link