ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল ৪ লেনের উড়ালপুল, উসকে উঠল পোস্তার ভয়াবহ স্মৃতি
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল।
৪ লেনের উড়ালপুলটি তৈরি হচ্ছিল রেললাইনের উপর।
শনিবার রাত ৩টে নাগাদ রেললাইনের পাশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উড়ালপুলটির একাংশ।
গভীর রাতে ঘটনাটি ঘটায় এড়ানো গেছে বড়সড় বিপদ। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে।
নির্মাণ সংস্থা এলএনটি-র তত্ত্ববধানে তৈরি হচ্ছিল উড়ালপুলটি। অসম ও শিলিগুড়ির মধ্যে সড়কপথে সংযোগ রক্ষা করবে এই উড়ালপুলটি।
স্থানীয়দের অভিযোগ, ভেজাল ইমারতি সামগ্রী দিয়ে উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল। যার ফলেই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে হঠাত্ই ভূমিকম্পের মতো তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন, ভেঙে পড়েছে উড়ালপুল।
দিনের বেলা বহু মানুষ এই এলাকা দিয়ে নিত্য যাতায়াত করেন। ফলে দিনের বেলা এঘটনা ঘটলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হত বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা।
তাঁদের অভিযোগ, রাতারাতি উড়ালপুলের ভাঙা অংশ সরিয়ে ফেলারও চেষ্টা করে নির্মাণ সংস্থা।
মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে রাজ্য সরকারের কাছে সঠিক তদন্তের আর্জি জানিয়েছে এলাকাবাসী। তাঁদের দাবি, সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এঘটনা উসকে দিয়েছে কলকাতার পোস্তায় উড়ালপুল ভাঙার ভয়াবহ স্মৃতিকে।