ফণির ঝাপটা এভারেস্টে, প্রবল হাওয়ায় উড়ে গেল পর্বতারোহীদের তাঁবু
ফণির দাপদ এভারেস্টেও। ঘূর্ণিঝড়ের হাওয়ার দাপটে এভারেস্টে উড়ে গেল একাধিক তাঁবু। শুক্রবার ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশের সময় প্রায় ৯০০ কিলোমিটার দূরে এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকাল থেকেই ফণির আতঙ্কে কাঁপছিল ওড়িশা ও পশ্চিমবঙ্গ। সকাল ৮টার কিছু পরে সৈকত ছোঁয় ঝড়ের কেন্দ্র। এর পর ফণির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশার বিস্তীর্ণ অংশ। ছাড় পায়নি বিশ্বের সব থেকে উঁচু শৃঙ্গও। সেখানে উড়ে গিয়েছে পর্বতারোহীদের তাঁবু।
জানা গিয়েছে, ৬,৪০০ মিটার উচ্চতায় এভারেস্টের ২ নম্বর ক্যাম্পে প্রায় ২০টি তাঁবু উড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
ক্যাম্প থেকে খবর এসেছে, 'শুক্রবার বেলা বাড়লে তীব্র বেগে হাওয়া বইতে থাকে ২ নম্বর ক্যাম্পে। হাওয়ায় উড়ে যায় ২০টি তাঁবু'।
এপ্রিলের শেষে এভারেস্ট অভিযানে যান অভিযাত্রীরা। তার আগে ক্যাম্প তৈরি করেন শেরপারা। অনেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আগাম সেই ক্যাম্পের বাসিন্দা হন। এদিনের ঘটনার সময় সেখানে ছিলেন তেমন পর্বতারোহী ও শেরপারা। এই ঘটনার খবর মেলার পর ফণির বিপদ না কাটা পর্যন্ত পর্বতারোহীদের বেসক্যাম্পেই অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে।