শাহ-গডকরী-প্রধানের পর এবার করোনা আক্রান্ত স্মৃতি ইরানি
অমিত শাহ এবং অন্য দুই কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার টুইট করে নিজেই জানালেন সেই কথা।
এদিন টুইটে স্মৃতি লেখেন, কীভাবে বলব বুঝতে পারছি না। আমি করোনা পজিটিভ।
স্মৃতি আরও লিখেছেন, যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শ্বে এসেছিলেন তাঁরা যত তাড়াতাড়ি পারেন কোভিড টেস্ট করিয়ে নিন।
গত দুদিন ধরেই বিহার বিধানসভা নির্বাচনে প্রচারসভা করেছেন ইরানি। ইতিমধ্যেই দলের হয়ে প্রচার করেছেন গোপালগঞ্জ, নৌতন, কল্যাণপুর, দিঘা, ওয়ারিশলিগঞ্জ, বোধগয়া ও সাহাপুরে।
এর আগে করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।