Petrol-Diesel price hike: জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ তৃণমূলের
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের পথ বেছে নিল তৃণমূল কংগ্রেস। কলকাতার মানিকতলায় মঙ্গলবার দেখা গেল ভ্যানে টানা মোটরবাইক।
মানিকতলার ২৭ নম্বর ওয়ারকের কো-অরডিনেটর মিনাক্ষি গুপ্তার নেতৃত্বে এই প্রতিবাদ আয়জন করে তৃণমূল। ভ্যানের উপরে মোটরবাইক বসিয়ে তার উপর সওয়ার হন তৃণমূল কর্মী সমর্থকরা। তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ি চালানো যাচ্ছে না, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয় এই প্রতিবাদ মিছিলে। মোদির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল সমর্থকরা।
তৃণমূল সমর্থকরা জানান মোদি সরকার শুধুমাত্র আম্বানি এবং আদানিদেরই সুবিধা দেখছে। সাধারন মানুষের কথা তারা ভাবে না।
মানিকতলা বাজার থেকে মানিকতলা মোড় অবধি এই প্রতিবাদ মিছিল চলে। মানিকতলা মোড়ে কিছুক্ষন পথ অবরোধ করে তারা। তৃণমূল জানিয়েছে তেলের দাম না কমা অবধি এই প্রতিবাদ চলবে।