২০৩০ সাল নাগাদ পৃথিবীর গভীর সমুদ্রে কী পরিবর্তন আসছে জানেন?
প্রায় দেড় দশক ধরে আলোচনা চলছে। তবে এতদিন পরে জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হল। গত ডিসেম্বরে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির বিষয়েই এবার সমস্ত সদস্য একমত হয়েছে। ঠিক হয়েছে-- ২০৩০ সালের মধ্যে পৃথিবীর স্থল ও জলের ৩০ শতাংশ সংরক্ষণ করা হবে।
প্রকৃতি বিষয়ক এক সংগঠনের তরফে বলা হয়েছে--পরিবেশ সংরক্ষণের দিক থেকে এটি ঐতিহাসিক দিন। সব রকমের টানাপড়েন কাটিয়ে অবশেষে এ বিশ্ব মানুষ ও প্রকৃতিকে রক্ষায় একজোট হয়েছে। খুবই বড় একটা সিদ্ধান্ত এটি। খুবই গুরুত্বপূর্ণ চুক্তি এটি।
এই চুক্তিপত্রটিকে আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা ও তা লাগু করার কিছু নিয়মকানুন রয়েছে। কিছু আইনি দিকও রয়েছে।
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস এ বিষয়ে জানান-- ধ্বংসের মুখে সমুদ্র। পৃথিবীর জলভাগকে রক্ষায় যে চেষ্টা করা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তা সত্যিই অনেক বড়।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন-- সমুদ্র উপকূল থেকে ৩৭০ কিলোমিটার পেরোলে শুরু হয় 'হাই সি' বা গভীর সমুদ্র। পৃথিবীর সামুদ্রিক অঞ্চলের ৬০ শতাংশই গভীর সমুদ্র। গভীর সমুদ্র ও তার পরিবেশ নিয়ে রাষ্ট্রপ্রধানদের তেমন কোনও মাথাব্যথা থাকে না বলেই। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, মাছ ধরার বাড়াবাড়ি-- এই সব কিছুর জেরে সমুদ্র-অঞ্চল কিন্তু বহুদিন ধরেই বিপর্যস্ত।
যদিও এই 'হাই সি' বা গভীর সমুদ্রই হল এ গ্রহের ফুসফুস। মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অর্ধেকই তৈরি হয় সামুদ্রিক বাস্তুতন্ত্রে। কার্বন ডাই-অক্সাইড শুষে নেয় সমুদ্র। এখনও পর্যন্ত গভীর সমুদ্রের মাত্র ১ শতাংশ সুরক্ষিত রয়েছে। নতুন এই চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক প্রাণীদের জন্য সুরক্ষিত অঞ্চল তৈরি করা সম্ভব হবে।