লকডাউনে বন্ধ কোচিং সেন্টার, আর সেই সুযোগেই রাতে ফাঁকা বারান্দায় চলল অপকর্ম
লকডাউনে বন্ধ কোচিং সেন্টার। ফাঁকাই ছিল এলাকা। আর সেই সুযোগেই কোচিং সেন্টারের বারান্দায় চলল অপকর্ম। রাতের অন্ধকারেই ঘটেছে এই কাজ, বলছেন স্থানীয়রা। সকালে রাস্তায় বেরোতেই চোখে পড়ে দৃশ্য।
বারুইপুরের ন’নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ায় কোচিং সেন্টারের বারান্দা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। দেহটি বিকৃতভাবে পড়েছিল বারান্দায়, শরীরে ক্ষত চিহ্নও ছিল।
সকালে স্থানীয়রা বাজার করতে যাওয়ার পথে প্রথমে বারান্দার ফাঁক দিয়ে পা দেখতে পান। দীর্ঘক্ষণ ওইভাবেই পড়ে থাকতে দেখে স্থানীয়রা উঁকি দিয়ে দেখেন ব্যক্তিটির শরীর দিয়ে রক্ত ঝরছে।
খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিসকে। ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিস ও সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর সুভাষ রায় চৌধুরী। ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয়েছে।
দেহে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, অন্যত্র খুন করে দেহটি বারান্দায় ফেলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এলাকায় অপরিচিত বলে পুলিস জানিয়েছে।