ফিজিক্সে ন্যাশনাল অলিম্পিয়াড জয়ী, ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন সুশান্ত
বেশিরভাগ মানুষই জানেন সুশান্ত সিং রাজপুত তাঁর কেরিয়ার শুরু করেন 'পবিত্র রিস্তা' নামে হিন্দি ধারাবাহিকের মাধ্যমে। কিন্তু এটা সত্যি নয়।
'পবিত্র রিস্তা'র আগে সুশান্ত 'কিস দেশ মে হ্যায় দিল মেরা' ধারাবাহিকে প্রীত জুনিজার ভূমিকায় অভিনয় করেছিলেন।
সুশন্ত সিং রাজপুতের জন্ম পাটনায়।
তিনি তাঁরা বাবা-মার কনিষ্ঠ সন্তান। তাঁর আরও চার বোন রয়েছে। সুশান্তের বাবা সরকারি কর্মচারী। মা উচ্চমাধ্যমিক পাস এবং গৃহিনী।
শুধু অভিনয়ই নয়, সুশান্ত স্কুল ও কলেজে পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলেন। তিনি পদার্থবিদ্যায় জাতীয়স্তরে পদার্থবিদ্যায় অলিম্পিয়াড বিজয়ী।
উচ্চমাধ্যমিকের পর AIEEE-এর মতো ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৭ নম্বর স্থানাধিকার করেন।
এরপর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাও শুরু করে। তবে অভিনয়ে নিজের কেরিয়ার গড়ার জন্য চতুর্থ বর্ষে গিয়ে আর পরীক্ষা দেননি।
সুশান্ত সিং রাজপুত বিমান চালাতেও জানেন। তিনি এই বিমান চালানো শিখেছেন তাঁর পরবর্তী সিনেমা 'চন্দা মামা দূর কে'-এর জন্য।
সুশান্ত শামক ডাবর ও আশলে লোবোর গ্রুপে নাচ করতেন। অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট শিখেছেন।
সুশান্তের বাবা বর্তমানে পাটনাতে থাকেন ঠিকই, তবে তাঁর দেশের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়।