Unlock 1: ৩০ জুনের মধ্যে সেরে ফেলুন এই ৫টি কাজ
নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন (Lockdown)। সোমবার থেকে আনলক-১-এ বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হচ্ছে ছাড়, যাতে অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক হতে পারে। বেশ কয়েকটি আর্থিক বিষয়ে ডেডলাইন ৩১ মার্চ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন।
প্যান ও আধারকার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন। এর মধ্যে না হলে প্যান কার্ড বাতিল ঘোষিত হবে।
২০১৯-২০২০ আর্থিক বছরের আইটিআর দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর। এর পাশাপাশি কর ছাড়ের জন্য ৮০সি, ৮০ডি ও ৮০ ই ধারায় বিনিয়োগের সময় বেড়ে হয়েছে ৩০ জুন।
২০১৮-১৯ আর্থিক বছরে আয়কর রির্টান জমা না করে থাকলে ৩০ জুন পর্যন্ত সময় আছে।
মে মাসে সাধারণভাবে কর্মীদের ফর্ম ১৬ দেয় সংস্থাগুলি। এবার অর্ডিন্যান্স জারি করে সেই সময় বাড়িয়ে ১৬ থেকে ৩০ জুন করা হয়েছে।
পিপিএফ অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৩১ মার্চ পর্যন্ত ন্যূনতম অর্থ জমা না করে থাকলে ৩০ জুনের মধ্যে করে ফেলুন। তা না করলে জরিমানা লাগবে।