কয়েকমাস আগে বিহারে গ্রামের বাড়িতে গিয়ে তারকা থেকে সাধারণ হয়ে উঠেছিলেন সুশান্ত
একেবারে গ্রামের ছেলে। কয়েমাস আগেই নিজের গ্রামের বাড়িতে গিয়ে একেবারে সাধারণের মতোই ছিলেন সুশান্ত সিং রাজপুত। আজ অভিনেতার মৃত্যুর পর উঠে আসছে সেই সমস্ত ছবি। (ছবি- ইনস্টগ্রাম)
বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার মালডিহা গ্রামে। তবে কর্মসূত্রে মুম্বইতেই থাকতেন সুশান্ত সিং রাজপুত। (ছবি- ইনস্টগ্রাম)
কাজের ব্যস্ততার কারণেই দীর্ঘদিন হল দেশের বাড়িতে যেতে পারেননি সুশান্ত। প্রায় ১৭ বছর পর সম্প্রতি গিয়েছিলেন সেখানে। (ছবি- ইনস্টগ্রাম)
দীর্ঘ ১৭ বছর পর সম্প্রতি নিজের দেশের বাড়ি মালডিহাতে প্রয়াত মা ও ঠাকুমার ইচ্ছাপূরণ করতেই গিয়েছিলেন সুশান্ত। (ছবি- ইনস্টগ্রাম)
সেখানে সমস্ত স্টারডম ভুলে নিজের গ্রামের বাড়ির সমস্ত সদস্য, আত্মীয়-স্বজন ও পুরনো বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছিল বলিউড তারকাকে। (ছবি- ইনস্টগ্রাম)
আত্মীয়-বন্ধু বান্ধবদের কাছে সুশান্ত সেখানে তারকা নন, এক্কেবারেই তাঁদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। (ছবি- ইনস্টগ্রাম)
দেশের বাড়িতে যাওয়াই নয় সেখানকার খগড়িয়ার ভগবতী মন্দিরে পুজোও দেন সুশান্ত। (ছবি- ইনস্টগ্রাম)
প্রাচীন রীতি মেনে সমস্ত রীতি নীতি শেষ করার পর নিজের চুলও কেটে ফেলেন অভিনেতা। (ছবি- ইনস্টগ্রাম)
তারকা সুশান্তের এই সাদামাটা জীবন কাটানোর ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। (ছবি- ইনস্টগ্রাম)
সুশান্তকে খালিপায়ে গ্রামের মন্দিরে পুজো দিতে দেখা গেছে, কখনও বা বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে কিংবা মাচায় বসে আড্ডা মারতে। (ছবি- ইনস্টগ্রাম)
২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে মা করে হারিয়েছিলেন সুশান্ত। (ছবি- ইনস্টগ্রাম)
মায়ের মৃত্যুর পরই সুশান্তের পরিবার মালডিহা ছেড়ে পাটনায় চলে আসে। পরবর্তীকালে দিল্লিতে গিয়ে নিজের পড়াশোনা শেষ করেন অভিনেতা। (ছবি- ইনস্টগ্রাম)
বর্তমানে সুশান্তের গ্রামের বাড়িতে রয়েছেন , তাঁর আত্মীয় স্বজন, তাঁরা কেউ তাঁদের বাড়ির ছেলের মৃত্যুর কথা বিশ্বস করতে পারছেন না। (ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)
(ছবি- ইনস্টগ্রাম)