ব্যক্তিগত জীবনে তাঁরা কেমন, বেরিয়ে এল সইফ-করিনার একান্ত আপন ছবি
তৈমুরের ২ বছরের জন্মদিন উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেন সইফ, করিনা। জঙ্গল সাফারিতে বাঘের সঙ্গে পরিচয় করেই এবারের জন্মদিন কাটাবে তৈমুর। সেই উপলক্ষে ২০ ডিসেম্বরের আগেই ছেলেকে নিয়ে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন নবাব-বেগম। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে মলদ্বীপে একপ্রস্থ ছুটি কাটাতে যান 'সইফিনা'। তাঁদের সঙ্গে ওই সময় সঙ্গী হন সোহা আলি খান, কুণাল খেমু এবং ছোট্ট ইনায়া। সইফ, করিনা, সোহাদের মলদ্বীপে ছুটি কাটাতে যাওয়ার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। যা উঠেও এসেছে পেজ থ্রি-র পাতায়। কিন্তু, মলদ্বীপে গিয়ে করিনাদের এমন অনেক ছবি রয়েছে, যা প্রকাশ্যে আসেনি এতদিন। ছুটি কাটাতে গিয়ে ব্যক্তিগত জীবনে সইফ, করিনারা কেমনভাবে থাকেন, কীভাবে কাটে তাঁদের বিলাসবহুল জীবন, এবার তার বেশ কিছু ঝলক প্রকাশ্যে এল। দেখুন মলদ্বীপে গিয়ে সইফ, করিনার ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্ত...
ছবি ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে সংগৃহিত