যোগীর জনপ্রিয়তা দেখে বাধাদান মমতার, দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টার
বালুরঘাট ও রায়গঞ্জে সভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু দুটি জায়গাতেই যোগীর হেলিকপ্টার অবতরণের অনুমতি দিল না প্রশাসন।
বিজেপির দাবি, আগেভাগে নোটিস ছাড়াই হেলিকপ্টার অবতরণের অনুমতি দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা গণতন্ত্রবিরোধী।
যোগী আদিত্যনাথের উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের কথায়, ''যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার কারণে তাঁর কপ্টার অবতরণের অনুমোদন দেননি মমতা বন্দ্যোপাধ্যায়''।
মুকুল রায়ের কথায়,''বালুরঘাটে একটি বিমানবন্দর রয়েছে। হেলিকপ্টার অবতরণ করতে দিলে কী ক্ষতি হত? এটা পশ্চিমবঙ্গ সরকারের গণতন্ত্রবিরোধী আচরণ''।
অতিসম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, নিজের রাজ্যকে দেখুন যোগী আদিত্যনাথ। পশ্চিমবঙ্গ নিয়ে ওনাকে ভাবতে হবে না। আমরা নিজেদের খেয়াল রাখতে পারি।