UPSC Principal Recruitment 2021: কীভাবে কোথায় আবেদন করবেন? জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: প্রিন্সিপাল পদে নিয়োগে অনলাইন আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। গত মে মাসে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর ফলে যারা আবেদন করতে পারেননি তাঁরা আবার UPSC এর ওয়েবসাইট upsconline.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ডিরেক্টরেট অফ এডুকেশন, এডুকেশন ডিপার্টমেন্ট, দিল্লির কেন্দ্রশাসিত এলাকায় মোট ৩৬৩টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া হবে।
যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা বিএড (ব্যাচেলর অফ এডুকেশন) ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৫০ এর মধ্যে।
UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in এ গিয়ে হোম পেজে Online Applicants লিঙ্ক ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে UPSC principal recruitment 2021 এ ক্লিক করতে হবে।
ভ্যারিফায়েড ইমেল আইডি, মোবাইল নম্বরসহ বেশকিছু তথ্য পূরণ করতে হবে। এরপর রেজিস্টার্ড ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে অনলাইন আবেদনপত্র ভরতে হবে। প্রয়োজনীয় তথ্য আপলোড করার পর ২৫ টাকা আবেদন ফি জমা দিয়ে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট নিতে হবে আবেদনকারীদের।