UPSC Recruitment 2021: সরকারি চাকরির অফিসার পদে নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদন: চলছে Union Public Service Commission (UPSC)পরীক্ষার আবেদন প্রক্রিয়া।
upsc.gov.in লিঙ্কে গিয়ে ভরতে হবে ফর্ম। জানা গিয়েছে, এবছর, Lady Medical Officer (Family Welfare), and one each for Principal Design Officer (Electrical), Ship Surveyor cum-Deputy Director General (Technical), এবং Assistant Architect, Office of Chief Architect পদের জন্য নিয়োগ করা হবে।
আবেদন করার শেষে দিন ১ এপ্রিল, রাত ১১,৫৯। অনলাইন পেমেন্টের শেষ সময় ২ এপ্রিল ১১.৫৯।
নূন্যতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। সংরক্ষিত আসনের জন্য ছাড় মিলবে।
স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষা হবে পেপার ওয়ান এবং পেপার টু। ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।