Rupankar Bagchi: মন খারাপ? পুজোয় পাহাড়ে চললেন রূপঙ্কর...

Rajat Mondal Mon, 07 Oct 2024-2:27 pm,

শারদোৎসব শুরু, দিন গুনতে গুনতে দরজায় চলে এসেছে বাঙালির তথা দেশের অন্যতম বড় উৎসবের। শহরে মাস খানেক আগেই শুরু হয়েছে প্রস্তুতি। এরই মধ্যে রয়েছে পুজোর গানও। পুজোর আগেই পুজোর নতুন বাংলা গান প্রকাশিত হলো রূপঙ্কর বাগচী-র। তবে এবার পুজোয় পাহাড়ের গান প্রকাশ করলেন শিল্পী। সম্প্রতি ছিল ওয়ার্ল্ড টুরিজিম। 'তোমার জন্য পাহাড়ের গান' নিয়ে এলেন শিল্পী, গানের সুরকার ও গীতিকার সুদীপ্ত চন্দ। গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী, সুজয় প্রসাদ চ্যাটার্জি, সিধু, সুরজিৎ কালা, সুনীল প্রামানিক, সুদীপ্ত চন্দ, দেবাশীষ বসু।

পুজোর ছুটিতে পাহাড় ঘুরতে যাওয়া বাঙালির এবারের উপরি পাওনা রূপঙ্করের কন্ঠে পাহাড়ের গান। পাহাড় রূপঙ্করেরও খুব প্রিয়। সুযোগ পেলেই পরিবার নিয়ে চলে যান ঘুরতে। ডিসেম্বর পর্যন্ত নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। হোটেল, হোম স্টে-এর বুকিং বাঙালি ভ্রমণ পিপাসুদের প্রায় সাড়া। এবার শীতের চাদর গায়ে মুড়ে পাহাড় বেড়ানোর মরসুম শুরু হোক রূপঙ্করের গানে, গানে। 

 

লকডাউনের পর ঘরবন্দি মানুষকে মুক্তির স্বাদ দিতে সুদীপ্ত চন্দ বানিয়েছিলেন একটা ট্রাভেল সং 'চলো হারাই', গেয়েছিলেন রূপঙ্করই। কিন্তু এবার পাহাড়ের গান গাইলেন শিল্পী। একটা বেড়ানোর গান, যাকে বলে ভ্রমণ সংগীত, গানে গানে ঘুরে আসতে কোনও বাধা তো নেই। রূপঙ্কর এর গানের জগতে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সুদীপ্ত বানিয়েছিলেন পঁচিশের গান।

 

পশ্চিমবঙ্গের পাহাড়ি গ্রামের মধ্যে যারা সান্দাকফু যান, তারা জানেন চিত্রের কথা, এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যে ভরা গ্রাম চিত্রে। মানেভঞ্জন এর পর অপরূপ পাহাড়ি উপত্যকার বিস্তার। সবুজ ঘাসে ঢাকা উপত্যকা, মাঠে চড়ে বেড়ান চমড়ি গাই, অতিথি বৎসল গ্রামবাসী গানের সুরে, কথায় সেই রেশ। এক সরলতা মাখা গান এবার পুজোয় রূপঙ্করের কন্ঠে।

রূপঙ্কর-এর কথায়, 'অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম। গানটা শুনতে শুনতে মনে, মনে ঘুরতে বেড়িয়ে পড়া যায়। খুব সুন্দর গান হয়েছে। সুদীপ্ত এর আগেও গান বানিয়েছেন আমার জন্য। ওঁর সঙ্গে অনেক কাজই আগে করেছি। তবে গানটা খুব সুন্দর লিখেছেন ও সহজ, সরল সুর।  আশা করি এই ট্রাভেল সংটা সবার ভালো লাগবে।' সুদীপ্ত চন্দ বললেন, 'এটা আমাদের  পুজোর গান। পাহাড়ে বেড়াতে যারা ভালোবাসেন, বিশেষ করে এই গানে তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার আমেজ পাবেন।' মিউজিক ভিডিয়ো নির্দেশনায় সুদীপ্তর নিজের। গানটা নিবেদন করেছেন সুরজিৎ কালা, সুনীল প্রামানিক। সঙ্গীত আয়োজনে শুভঙ্কর চ্যাটার্জি, আদিত্য ঘোষাল। সিনেমাটোগ্রাফি সৌরভ ব্যানার্জি এবং হাবিব এর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link