এই ধরনের পোশাকের জন্য ব্লক করেছেন ঋষভ পন্থ, খোঁচা বলিউড অভিনেত্রীকে
হাই স্লিট গাউনে এবার নজর কাড়লেন ঊর্বশী রউতেলা। কালো রঙের গাউন পরে ফিল্মফেয়ারে হাজির হন বলিউড অভিনেত্রী
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন ঊর্বশী
কালো রঙের হাই স্লিট গাউনে যখন ঊর্বশী রউতেলা হাজির হন, সেই সময় জোর শোরগোল শুরু হয়ে যায়। এমনকী, ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে ঊর্বশীর সম্পর্কের গুঞ্জন নিয়েও অভিনেত্রীকে খোঁচা দিতে শুরু করেন নেটিজেনরা
নুসরত বারুচাও সম্প্রতি সবুজ রঙের হাই স্লিট গাউন পরে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন। শরীরে আর কেন এত কম পোশাক রেখেছেন বলেও কটাক্ষ করা হয় ড্রিম গার্ল-এর অভিনেত্রীকে
গ্র্যামির অনুষ্ঠানে নেকলাইন পোশাক পরে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। ডিজাইনার রাল্ফ রুসোর পোশাক পরে প্রিয়াঙ্কা যখন হাজির হন, সেই সময় জোর শোরগোল শুরু হয়ে যায়। এমনকী, ওই ধরনের নেকলাইন পোশাক পরার বয়স প্রিয়াঙ্কার আর নেই বলে কটাক্ষ করতে শুরু করেন ডিজাইনার ওয়েনডল রডরিক্স। যদিও নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের বক্তব্য থেকে সরে আসেন ওয়েনডল