করোনা মহামারীর সঙ্গে লড়তে ৫ কোটি দিলেন ঊর্বশী রউতেলা
কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করতে ৫ কোটি অনুদান দিলেন উর্বশী রউতেলা
ইউনিসেফ, ক্রাই-সহ একাধিক সংস্থার তহবিলে অনুদান দেন বলিউড অভিনেত্রী
মহামারী রোধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করচে, তার জেরেই অনুদান নিয়ে এগিয়ে আসেন বলে জানান উর্বশী
তবে কোনও অনুদানই যে ছোট নয়, তা বার বার মনে করিয়ে দেন ঊর্বশী
ইনস্টাগ্রাম থেকে রোজগার হয়, তা দিয়েই কোভিড ১৯-এর তহবিলে অনপদান দেন বলেও জানান ঊর্বশী