৪৫ মিনিটের মত্যু, পুনর্জন্ম নিয়ে ফিরে সম্পূর্ণ সুস্থ পর্বতারোহী

Mon, 16 Nov 2020-4:20 pm,

নিজস্ব প্রতিবেদন: ৪৫ মিনিট হার্ট বন্ধ থাকার পরও বেঁচে উঠলেন পর্বাতারোহী। বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন। টানা ৪৫ মিনিট কাটে এভাবেই। কিন্তু মেডিক্যাল টিমের তৎপরতায় আবারও চালু হয় হৃদযন্ত্র। প্রাণে বেঁচে ওঠেন ওই ব্যক্তি। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে হারিয়ে যায় এক ব্যক্তি। তাঁকে মেডিকেল টিম উদ্ধার করে নিয়ে আসে।

সিয়াটেল টাইমস জানিয়েছে, যে উডিনভিলের ৪৫ বছরের মাইকেল ন্যাপিনস্কিকে গত রবিবার পাহাড় থেকে উদ্ধার করে  মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছে  কোনও অর্গানে সারা না পাওয়ায় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  

ডাঃ জেনেল জানাচ্ছেন,  "হাসপাতালে পৌঁছানোর পর তাঁর পালস পাওয়া যায়, কিন্তু পরক্ষনেই বন্ধ হয়ে যায়। তিনি ইআরে থাকাকালীন মারা গিয়েছিলেন"

চিকিৎসক দল বারবার সিপিআর করায় এবং extracorporeal membrane oxygenation (ECMO) মেশিনের  সাহায্যে হৃদযন্ত্র চালু করার চেষ্টা করে।  কিন্তু লাভ হয়না। হাল ছেড়ে দেয়। 

অবশেষে ৪৫ মিনিট পর ফিরে আসে তার জীবন। এরপর নিশ্চিতে রাত কেটেছে। এখন সম্পূর্ণ সুস্থ বলে জানাচ্ছে ডাক্তারমহল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link