ভারতীয় ঐতিহ্যের কালজয়ী নিদর্শন’, তাজ দেখে মুগ্ধ ট্রাম্প
গুজরাট থেকে সোজা তাজ দর্শনে আগ্রায় মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও জামাই জারাড।
প্রেমের সৌধে এসে ভিজিটর্স বুকে সাক্ষর করে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
ভিডিটর্স বুকে ট্রাম্প লেখেন, সবার সম্ভ্রম আদায় করে নেয় তাজমহল। ভারতের বৈচিত্রময় ঐতিহ্যের সাক্ষী এই তাজমহল। ভারতকে ধন্যবাদ।
স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে তাজের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ইভাঙ্কা ও জামাই জারাড কুশনার। তাজের সামনে ছবি তুললেন ইভাঙ্কাও।