রাইসিনায় ‘গার্ড অব অনার’, রাজঘাটে গান্ধী সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনে ট্রাম্প দম্পতি

Tue, 25 Feb 2020-12:18 pm,

রাষ্ট্রপতি ভবনের পর গান্ধীঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাধির উপর ফুলের তোড়া দেন। ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান ট্রাম্প দম্পতী। 

এরপর রাজঘাটে ভিজিটরস বুকে স্বাক্ষর করেন দু’জনেই। গতকাল সবরমতী আশ্রমে ভিজিটরস বুকে গান্ধীর নাম না লিখে রীতিমতো বিতর্কে জড়িয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস তরফে প্রশ্ন তোলা হয়, গান্ধীর নামের পরিবর্তে কেন মোদীর নাম লেখেন ডোনাল্ড ট্রাম্প। 

সকাল ১০টা নাগাদ রাইসিনা হিলে সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতিকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতী। সঙ্গে ছিলেন সবীতাদেবী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ডোনাল্ড ট্রাম্পকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় দেশের তিন সেনাবাহিনীর তরফে। 

দিনভর ঠাসা কর্মসূচি। সকাল সাড়ে ১১ টায় ট্রাম্প ও মেলানিয়া পৌছনর কথা হায়দরাবাদ হাউসে। ফোটো অপের পর মোদীর সঙ্গে একান্ত বৈঠক ট্রাম্পের। তারপর  দু'দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে  আরও একদফা আলোচনা। সেখানেই হবে সামরিক-সহ একাধিক চুক্তি। 

গতকাল মোতেরা স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে আমেরিকা। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ভারতকে দেওয়া হবে বলে জানান তিনি।  

বেলা তিনটেয় মার্কিন দূতাবাসে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক রয়েছে। এরপর রাত ৮টায় রাষ্ট্রপতি ভবনে  নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি। রাত দশটা নাগাদ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন সস্ত্রীক  মার্কিন প্রেসিডেন্ট। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link