ট্রাম্প-বাইডেনের ভাগ্য গড়ে দিতে পারে এই ১৩ রাজ্য, জেনে নিন কে কোথায় এগিয়ে
হোয়াইট হাউসের মালিক কে হবেন? ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত ২৩৮ ইলেক্টোরাল ভোট পেয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেক্টোরাল ভোট। ম্যাজিক ফিগার ২৭০। এর মধ্যেই ট্রাম্প হঁশিয়ারি দিয়েছেন, ভোটে জালিয়াতি হয়েছে। সুপ্রিম কোর্টে যাবেন তিনি। ভোট গণনা এখনও শেষ হয়নি। কারণ দেশের ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন মেল ইন ব্যালটে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্য থাকলেও লড়াই মূলত হয় ১৩ রাজ্যে। জেনে নিন সেগুলিতে কে কী অবস্থায় রয়েছেন।
অ্য়ারিজোনা-এগিয়ে রয়েছেন ডেমোক্রাট প্রার্থী মার্ক কেলি। জর্জিয়া-এগিয়ে রিপাবলিকান। পোস্টাল ব্যালট গোনা বাকী। পেনসিলভেনিয়া-এগিয়ে ডেমোক্রাট প্রার্থী।
উইসকনসিন- এগিয়ে ডেমোক্রাট প্রার্থী। মিশিগান-ডেমোক্রাট প্রার্থী এগিয়ে। নর্থক্যারোলিনা-রিপাবলিকান প্রার্থী এগিয়ে। নেভেদা-এগিয়ে ডমোক্রাট প্রার্থী। ভোটগ্রহণ শেষ।
টেক্সাস-রিপাবলিকান প্রার্থী জন কোরনি জিতে যেতে পারেন। আইওয়া-রিপাবলিকান প্রার্থী জনি আর্নেস্ট অনেক এগিয়ে। ফ্লোরিডা-জয়ী রিপাবলিকানরা।
ওহায়ো-জয়ী রিপাবলিকানরা। নিউ হ্যাম্পশায়ার-জয়ী ডেমোক্রাট। মিনেসোটা-জয়ী ডেমোক্রাট।