করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারতকে প্রথম দফায় ১০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে আমেরিকা

Sudip Dey Wed, 03 Jun 2020-8:33 pm,

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২০ শতাংশ রোগীর ক্ষেত্রেই ভেন্টিলেটরের প্রয়োজন পড়ে। এ বার তাই ভারতে ভেন্টিলেটর পাটাবে আমেরিকা।

জানা গিয়েছে, মঙ্গলবারই এ বিষয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তার পরই প্রথম পর্যায়ে ১০০টি ভেন্টিলেটর পাঠানোর কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

ভারতে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯০৯, যা এ পর্যন্ত সর্বোচ্চ। সরকারি তথ্যানুসারে,করোনা এ দেশ থেকে এ পর্যন্ত প্রাণ নিয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। কিছু কিছু সংবাদ মাধ্যমের হিসেবে মৃত্যুর সংখ্যাটা ৫ হাজার ৮১৫।

ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহে পরিস্থিতি সামাল দিতে প্রথম পর্যায়ে ওই ১০০টি ভেন্টিলেটর পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা।

মঙ্গলবার দূরাভাসে দীর্ঘক্ষণ কথা-বার্তা চলে মোদী-ট্রাম্পের। বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। আসন্ন G7 সামিটেও মোদীকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link