নতুন অতিথির সঙ্গে পরিচয় করালেন বোল্ট; মেয়ের নাম কী রেখেছেন, জানেন
মেয়ের বাবা হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত সন্তানের ছবিও শেয়ার করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আগেই বোল্ট জানিয়েছিলেন বান্ধবী ক্যাসি বেনেট ও তাঁর ঘর আলো করে আসছে নতুন অতিথি।
১৪ জুন কন্যা সন্তানের বাবা হন অলিম্পিকে আটটি সোনাজয়ী উসেইন বোল্ট ।
মেয়ের নাম রেখেছেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট।
সোশ্যাল মিডিয়ায় বোল্ট লিখেছেন, "অলিম্পিয়া লাইটনিং বোল্টের সঙ্গে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু।"